পৃথিবী আজ ধ্বংসের পথে,
নেই কারুর ভ্রুক্ষেপন
দূষিত হচ্ছে বায়ু মাটি জল
চলছে প্রাণের বলিদান।
তাই তো বলি সকলে মিলে
গড়ে তোলো সবুজের মেলা
হাত এ হাত রেখে এগিয়ে চলাই,,
এই জীবনের খেলা।।
একশত একুশ কোটির দেশ থাকতেও,,
সবাই আজ বড়ই বেইমান।।
দিকে দিকে তাই গড়ে উঠুক
"সমাজবন্ধুর " মত প্রাণ।